ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, দেশের মানুষ আর দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধীদের লালন-পালনকারীদের ভোট দেবে না। যারা ক্ষমতায় থেকে দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে, বিদেশে শপিং মল বানায় তাদের বাঙলার জনগণ ক্ষমতায় বসাবে না।
সোমবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলা শহীদ মিনারে ও কেদারপুর ইউনিয়নে আওয়ামী লীগের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনাকেই ভোট দেবে। কারণ শেখ হাসিনা দেশপ্রেম ও সততা নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। তার সততায় আমরা আবারো ক্ষমতায় আসবো।
আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শামীম বলেন, সামনে নির্বাচন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ যখনই ঐক্যবদ্ধ হয়, তখনই বিজয় আছে। বিগত দুই নির্বাচনে ঐক্যবদ্ধ ছিলো বলেই বিজয় এসেছে। আগামীতেও ঐক্যবদ্ধ হয়ে টানা তৃতীয় বারের মতো দলকে ক্ষমতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেনসহ প্রমুখ।