নিজস্ব প্রতিনিধিঃ- গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও স্ত্রী ড. ইরিনা ভট্টাচার্যের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সেন্ট্রাল ইন্টিলিজেন্স সেল (সিআইসি) একইসঙ্গে পুঁজিবাজারে তাদের বিনিয়োগের তথ্য চেয়েছে।
তফসিলিভুক্ত ব্যাংকগুলোতে চিঠিতে সিআইসি দেবপ্রিয় ও তার স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের সকল ব্যাংক হিসাব, মেয়াদি আমানত হিসাব (এফডিআর ও এসটিডি হিসাব) চাওয়া হয়েছে। এছাড়া যে কোন মেয়াদের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি একাউন্ট, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্রের হিসাব দিতে বলা হয়েছে। চিঠিতে ২০০৮-০৯ অর্থবছরের প্রথম কার্যদিবস থেকে দেবপ্রিয় ভট্টাচার্য ও তার স্ত্রী ইরিনা ভট্টাচার্যের হালনাগাদ তথ্য দিতে বলা হয়েছে।
এছাড়া সিডিবিএলে পাঠানো সিআইসির চিঠিতে দেবপ্রিয় ভট্টাচার্য ও স্ত্রী ড. ইরিনা ভট্টাচার্যসহ পরিবারের অন্য সদস্যদের সকল বিও হিসাব দিতে বলা হয়েছে। বিনিয়োগের এ তথ্যও ২০০৮-০৯ অর্থবছরের প্রথম কার্যদিবস থেকে দিতে বলেছে সিআইসি।
সিআইসির চিঠিতে সংশ্লিষ্টদেরকে ৭ দিনের মধ্যে সকল তথ্য দিতে বলেছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে ব্যাংক ও সিডিবিএলকে এককালীন ২৫ হাজার টাকা ও প্রতিদিনের জন্য ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।