মৌলভীবাজার;
মৌলভীবাজার শহরে দুই ছাত্র হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
এ ব্যাপারে তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। নৃশংস এই ঘটনায় তিনি হতবাক ও বাকরুদ্ধ। হত্যাকারী যে কেউ হোক অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
এ ব্যাপারে আইনশৃংখলাবাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহনের দাবি জানান। তিনি নিহত দুই তরুণের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান। এই নৃশংস ঘটনায় শহরবাসির উদ্বেগ, উৎকন্ঠা, ক্ষোভের সাথে তিনি সমভাবে ব্যথিত বলে জানান।
মৌলভীবাজার একটি শান্ত শহর। শান্তির এ শহরে কেউ যাতে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য আইনশৃংখলাবাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।