অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত দীর্ঘদিন কারাভোগের পর ১ বছর ১ মাস ২৫ দিন পর রোববার বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৭ আগস্ট উপজেলার মধ্য শিহিপাশা গ্রামের সিরুর দোকোনের সামনে গৌরনদী উপজেলার দক্ষিন পালরদী গ্রামের নুরইসলাম বেপারীর ছেলে রাসেল ও উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের মন্নান সরদারের ছেলে রিন্টু সরদারের সাথে মতবিরোধের জের ধরে হামলা-সংঘর্ষ হয়। এতে আহত রাসেল বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এঘটনায় নিহত রাসেলের মা নুরুন্নাহার বেগম বাদী হয়ে ছাত্রলীগ নেতা সাগরসহ ৬জনের নাম উল্লেখসহ ৪-৫জনকে অজ্ঞাতনামা আসামী করে গত বছরের ৮ আগস্ট আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ গত বছরের ২৮ আগস্ট পিরোজপুরের স্বরূপকাঠীর আটঘর কুড়িয়ানা থেকে সাগরকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে মুক্তি লাভ করলো সাগর সেরনিয়াবাত। ১/১১’র পরিক্ষীত ছাত্রনেতা, ২০০৭ সালে জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে আগৈলঝাড়া সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দানকারী সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, ছাত্রলীগের দু:সময়ের কান্ডারী মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতের মুক্তিতে অভিনন্দন জানিয়েছেন তার সহকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।