দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে আলু পক্রিয়াজাত কোম্পানী সুপ্রীম সিড কৃষকদের নিয়ে সভা চলা কালে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র সহ ২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলার মরিচা ইউনিয়নের বাদলাপাড়া গ্রামে রবিবার বিকালে রিয়াজুল চৌধুরীর মিল কৃষকদের নিয়ে আলু পক্রিয়াজাত কোম্পানী সুপ্রীম সিড আলু চাষের সভা চলাকালে ইউনিট ম্যনাজার সফিউল ইসলামের উপস্থিতিতে বক্তব্য নিয়ে কথা কাটাকাটি হয় দুই গ্রুপের মধ্যে। এসময় মৃত কিনা মোহাম্মদের পুত্র তমিজ উদ্দিন (৫৫) এর হুকুমে স্ত্রী রিনা বেগম ও পুত্র হাবিবুল ইসলাম (২৫) দা নিয়ে এসে প্রতিবেশী মৃত আব্দুল জব্বারে পুত্র শহিদুল্যা (৪৫) ও শহিদুল্যার পুত্র আল আমিন (২৫) এর উপর হামলা চালায়। এতে পিতা পুত্র মারাত্তক আহত হয়। এসময় প্রতিবেশীরা ছুটে এসে আহতদের দ্রুত বীরগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এব্যপারে ইউনিট ম্যনাজার সফিউল ইসলাম কথা কাটাকাটির সত্যতা স্বকার করলেও হামলার কথা অস্বিকার করে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।