- বদরুল আলম চৌধুরী।। সিলেট অনলাইন প্রেসক্লাব কর্তৃক আয়োজিত দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ১লা অক্টোবর শনিবার সকাল ১১টায় সিলেট চেম্বার অব কমার্স মিলনায়তন কেন্দ্রে শুরু হওয়া অনুষ্ঠানে অনলাইন সাংবাদিকতা বিষয়ে আলোচনা রাখেন,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী। সমৃদ্ধ দেশ গঠনে সংবাদকর্মীর দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা রাখেন,ডেইলি সিলেট ডটকমের সম্পাদক লিয়াকত শাহ্ ফরিদী। সাক্ষাতকার গ্রহণ ও ফিচার লিখন বিষয়ে আলোচনা করেন,সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক সেলিম আউয়াল। অনলাইন সাংবাদিকতায় তথ্য প্রযুক্তি আইন বিষয়ে আলোচনা রাখেন,আইন ও বিচার বিভাগ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালা শেষে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,৪নং ওয়ার্ড কাউন্সিলর সিসিক প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েছ লোদী,চেম্বার অব কমার্স এর সভাপতি সালা উদ্দিন,অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। উক্ত সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলার প্রায় দুই শতাদিক তরুণ তরুণী অংশ গ্রহণ করে এবং তাদের হাতে অভিজ্ঞানপত্র তুলে দেওয়া হয়।