স্টাফ রিপোর্টার: আজ ৩০ আগস্ট মাদকবিরোধী সংগঠক, তরুণ সমাজর্কমী ও কলামিস্ট জাহাঙ্গীর হোসাইন চৌধুরী’র শুভ জন্মদনি আজ। জাহাঙ্গীর হোসাইন চৌধুরী এই দিনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মদিনের শুভেচ্ছা জানান,অগ্রদৃষ্টি অনলাইন টিভি ও পত্রিকার প্রধান সম্পাদক আ হ জুবেদ,মাসিক নবীগঞ্জ দর্পণ প্রধান সম্পাদক এম গৌছুজ্জামান চৌধুরী,বিবিয়ানা সাহিত্য পরিষদের সভাপতি কবি ও গবেষক এম শহিদুজ্জামান চৌধুরী ও সহকর্মীবৃন্দ । অগ্রদৃষ্টি অনলাইন মিডিয়া গ্রুপ পরবিাররে পক্ষ থেকে জাহাঙ্গীর হোসাইন চৌধুরী’র প্রতি জন্মদিনের অনকে অনকে শুভচ্ছো রইলো।