ক্রীড়া প্রতিবেধকঃ- বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন যখন শেষের পথে তখন একে একে মিরপুর একাডেমি মাঠে প্রবেশ করতে শুরু করলেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। বড় টাইগারদের পাশেই অনুশীলন করলেন ছোটরা। জাতীয় দলকে অনুপ্রেরণা মেনে কঠোর অনুশীলন হলো অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের।
মানসিকভাবে চাঙ্গা রাখতে যুবাদের আইডল মাশরাফি বিন মর্তুজা তরুণদের পরামর্শ দেন। নিজের বিশ্বকাপ অভিজ্ঞতার কথা শেয়ার করেন তরুণ ক্রিকেটারদের কাছে।
যুব বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশ দল এবার স্বপ্ন দেখছে শিরোপার। এবার নিজ দেশের মাটিতে বিশ্বকাপ, তাইতো ঘরেই বিশ্বকাপ রেখে দিতে আত্মবিশ্বাসী মেহেদি হাসান মিরাজের দল। এ জন্য কঠোর পরিশ্রমও করছে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তরুণদের সুযোগ-সুবিধার কোনো কমতি রাখছে না।