বাংলাদেশে ঢাকায় আজ পাঁচ বছরের এক শিশু ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা গেছে।
পুলিশ বলছে, আজ ঢাকার শ্যামপুরে এ ঘটনা ঘটে। শিশুটির নাম ইসমাইল হোসেন।
অন্য শিশুদের সাথে খেলার সময় ম্যানহোলের খোলা ঢাকনা দিয়ে সে পয়োনিষ্কাশনের নর্দমার ভেতরে পড়ে যায়।
তাকে উদ্ধারের জন্য দমকল বাহিনীর সব চেষ্টা ব্যর্থ হয়।
বেশ কয়েক ঘন্টা পরে নর্দমার পানিতে ভেসে যাওয়া মৃত ইসমাইলের লাশ পাওয়া যায় বুড়িগঙ্গা নদীতে।
গত প্রায় এক বছরের মধ্যে ঢাকায় এটি এ ধরণের দ্বিতীয় ঘটনা।
গত বছরের ২৬শে ডিসেম্বর ঢাকায় ওয়াসার পরিত্যক্ত পাইপে পড়ে একই ভাবে নিহত হয়েছিল জিহাদ নামে এক শিশু।
তাকে উদ্ধারের শ্বাসরুদ্ধকর চেষ্টা গণমাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল।