বিনোদন ডেস্ক; সব কাজ শেষ। নভেম্বর থেকে শুরু হবে প্রচারণা। চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস এর নতুন ছবি ‘চল পালাই’। রোমান্টিক ত্রিলার গল্পের আদলে নির্মিত ছবিটির মুক্তির বিষয় নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
এ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস জানান, ‘গত বছরের শুরুতে একটি বিপদজনক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার কমফোর্টেবল জোন রোমান্টিক-কমেডি থেকে বেরিয়ে এসে একটি থ্রিলার সিনেমা বানাব। ‘চল পালাই’ তারই সিদ্ধান্তের ফসল। বাকিটা ছবি দেখার পর দর্শকরাই ভালো বলতে পারবেন।’
তিনি আরো বলেন, ‘এই বছরের সবচেয়ে হিট আইটেম গান হচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ ছবির টিকাটুলির মোড়ে। এরপর দ্বিতীয় হিট আইটেম গান হবে ‘চল পালাই’ ছবির এই আইটেম গানটি। আইটেম গানে কণ্ঠ দিয়েছেন মুন। সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। ছবির অন্যান্য গানে আরো দুজন সংগীত পরিচালনা করেছেন। তারা হলে নাদিম ও কিশোর।’
ছবিতে অভিনয় করেছেন ছবিতে শাহরিয়াজ, শিপন,তমা মির্জা। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রেবেকা, শিমুল খান, জাদু আজাদ, আহমেদ শরীফ প্রমুখ। আবহসংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
উল্লেখ্য, ‘চল পালাই’ ছবিটি প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস। ছবির টাইটেল স্পন্সর ‘আরএফএল অরনেট সিরিজ’ এবং কুলিং পার্টনার ‘আইস এইজ পার্লার’।