ডেস্ক নিউজ : টাঙ্গাইলে ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, জেলার সখীপুর উপজেলার ঘেচুয়া গ্রামের জুলহাস (৫৫) ও ভুঞাপুর উপজেলার বীরহাটী গ্রামের শাহজাহান চকদার (৬০)।
শক্রবার জুমা নামাজের পর নিহতদের জানাজা নামাজ আদায় করা হয়। ইজতেমার মুরুব্বীদের দাবি, উভয়েরই স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরাও স্বাভাবিক মৃত্যু হিসেবে স্বীকার করেছেন। তবে উপস্থিতি মুসল্লিরা জানান, প্রচণ্ড শীতের কারণেই উভয়ের মৃত্যু হতে পারে।
টাঙ্গাইল জেলা তাবলীগের আমীর মাওলানা আব্দুল হাই বলেন, উভয়ের মৃত্যুই স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাদ-জুমা জানাযা নামাজ শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত শাহজাহানের ছেলে খসরু চকদার ও জুলাহাসের ছেলে আলহাজ মিয়া মরদেহ গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেন।