ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত কর্মকর্তাদের দায়িত্ব গ্রহনের পর বুধবার প্রথম সভা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নতুন চেয়ারম্যান এ্যাড আব্দুল মালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়ময়নসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ নাজির উদ্দীন।
বক্তব্য রাখেন স্থানীয় পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা বদিউর রহমান, মনোতোষ কুমার, আবু সাঈদ শিকদার, আব্দুল মালেক মল্লিক, মোঃ খবির হোসেন, ইউপি মেম্বর আরজিনা খাতুন, সর্বনা রানী, শিরিন শিলা, কুকাব আলী মন্ডল, আকমল হোসেন, গোলাম কবির, আসাদুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, আব্দুল কুদ্দুস, মোফাজ্জেল হোসেন, সুশেন শিকদার ও আলিমুদ্দিন। অন্ঠুানটি পরিচালনা করেন ফুরসন্ধি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ছাবদার আলী।
চেয়ারম্যান এড আব্দুল মালেক পরিষদ পরিচালনায় মেম্বর ও এলাকার জনসাধরণের সহায়তা কামনা করে বলেন, ফুরসন্দিকে সন্ত্রাস, মাদক ও সামাজিক বিরোধ মুক্ত করে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।