মোঃ রাজিব তালুকদার; ‘সৃজনশীল বাংলাদেশ’ এর লক্ষে ঝালকাঠির জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোববার (১৫ অক্টোবর’১৭) বিকাল ৫টায় শুরু হচ্ছে ৭ দিনব্যাপী ‘জেলা সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা-২০১৭’। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজক।বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন। অনুষ্ঠানের বিশেষ অতিথিরা হলেন : ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও ঝালকাঠি পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার। সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার এর উপপরিচালক এবং সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন মাতুব্বর।উৎসব-প্রতিযোগিতায় মোট ৩৯টি সংগঠন অংশ নিবে।