মো রাজিব তালুকদার ; ঝালকাঠিতে বিষখালী ও সুগন্দা নদীর তীর বর্তি বাগানে বাগানে গড়ে উঠেছে মা ইলিশের মৎস আড়ৎ। কুমার খালী, ভৈরবপাশা ইটের ভাটা,আমিরাবাদে জাঙ্গাল চড়, গড়িপাশার চড়, ষাটপাকিয়া-বহরমপুর সুপারি বাগান,পোনাবলিয়ার কিস্তাকাঠি, ভবানিপুর বাজার, ডহরশংকর নাপিতের হাট,বড়াইয়া নদীর পার, জাঙ্গালীয়ার চড়,সোনার বাংলার চড়, রগুয়ার দরিয়ার চড়,জয়খালি নদীর পার, মোশাবুনিয়ার ঠোডা,মিনি পিকনিক স্পট সইলার চড়,আমুয়া চেচাং সিকদার পাড়া সহ নানা জায়গায় অবাধে মা ইলিশ বিক্রি হচ্ছে। প্রশাসনের অভিযান চললেও থামেনি ঝলকাঠি’র সুগন্ধা ও বিশখালী নদীতে মা ইলিশ শিকারিদের দৌরাত্ম। মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত সুগনন্ধা ও বিশখালী জুড়ে চলছে ইলিশ নিধন। শত শত জেলে রাতভর ইলিশ নিধন করছে। জানা যায় দালাল চক্র ইউসুফ সিকদার ওরফে ইউসুফ মেকার,মজিবুর,নজরুল, প্রভাবশালী নেতা দুলাল,শামিম, মাইনুল কেরানি, অধীর মেম্বার,আলমগীর মাঝী, এরা মুঠোফোনের মাধ্যমে ক্রেতাকে ডেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কৌশলে মা ইলিশ বিক্রি করছে। তাই মা ইলিশ নিধন বন্ধে সার্বক্ষণিক অভিযান ছাড়াও কোস্টগার্ড ও নেভি নিয়োগের দাবি ইলিশ প্রিয় সাধারণ মানুষের।