ঝালকাঠির রাজাপুরের পশ্চিম কানুদাশকাঠি গ্রামের গালুয়া ইউপির ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ইসমাইল সরদারের প্রায় একশ’ শতাংশের ৩টি কলাবাগানের কলাসহ শতাধিক কলাগাছ শনিবার রাতের কালবৈশাখী ঝড়ে তছনছ হয়ে গেছে।
ইউপি সদস্য ইসমাইল সরদার জানান, পশ্চিমকানুদাশকাঠি গ্রামের ইটভাটা সলংগ্ন একটি, মিস্ত্রীবাড়ির পূর্ব ও পশ্চিম পাশের ২টি বাগানসহ ৩টি কলাবাগানের কলাসহ শতাধিক রোপিত সাগরকলা, আনাজিকলা, কাঠালিকলা শবরি কলাগাছ তছনছ হয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও বাগানের বিদেশি কচুগাছ ও ফলের গাছের ব্যাপক ক্ষতি হয়েছে।
তিনি জানান, কয়েক বছর ধরে ওই জমিতে বাগান তৈরি করে তিনিসহ ৪জন শ্রমিক বারমাস ওই বাগানের পরিচর্যা করে কলা ফলিয়েছিলেন, কলাগুলো প্রায় বিক্রির উপযোগী হয়ে উঠেছিলো। বছরে তিনি ওই বাগান থেকে ৫/৭ লাখ টাকার কলা বিক্রি করতেন।
এদিকে কয়েক দিনের টানা বর্ষণ ও কালবৈশাখী ঝড়ে উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন স্থানের অর্ধশতাধিক ব্যবসা-শিক্ষা প্রতিষ্ঠান, বসতঘরসহ বহু গাছপালার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। বিঘœ হচ্ছে বিদ্যুৎ সরবরাহ: কয়েকদিন ধরে ঝড়ো বৃষ্টির কারনে ২৪ ঘণ্টার মাত্র কয়েক ঘন্টা উপজলো শহরে বিদ্যুৎ থাকলেও অধিকাংশ গ্রামা লে ৪ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।