ঢাকা : জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভায় পার্টির মহাসচিব বলেন, গণতন্ত্রকে মজবুত ও সু-সংগঠিত করতে অবিলম্বে ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ সমূহে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। জাতীয় পার্টি কখনোই জাতীয় ছাত্র সমাজকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে নাই। রাজনীতি আজ মেধাহীন হয়ে পড়েছে, গণতন্ত্র আজ হুমকির মূখে। তার একটাই কারণ, ৯০ পরবর্তী কোন সরকার ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই। গণতন্ত্রকে মজবুত ও সু-সংগঠিত করতে অবিলম্বে ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আজ বিকাল ৫টায় জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসান সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস.এম ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, মনিরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক ও ছাত্র বিষয়ক সমন্বকারী শাহ-ই-আজম, এ্যাড. আব্দুল হামিদ ভাষানী, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নোমান মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঝোটন দত্ত, হাফেজ ক্বারী আলহাজ¦ মোঃ ইছারুহুল্লাহ আসিফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এরশাদ সরকারের শাসনামলে মূল মন্ত্র ছিল, “অস্ত্র ছাড়-কলম ধরো, সন্ত্রাসমূক্ত শিক্ষাঙ্গন গড়ো”। পল্লীবন্ধু এই মন্ত্রে দীক্ষিত হয়ে সে সময়ে প্রত্যেকটি ছাত্রের হাতে কলম ছিল, খাতা ছিল, শিক্ষক ছাত্রের মধ্যে সম্মান ও স্নেহের সম্পর্ক ছিল। বর্তমানে ছাত্রদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র, সম্মানের জায়গায় ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিত। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস নির্মূল করব ইনশাআল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ-সভাপতি মশিউর রহমান, নজরুল ইসলাম, সুলতান জিসান উদ্দিন প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুর রহমান রোহান, সদস্য সচিব নকিবুল হাসান নিলয়, দফতর সম্পাদক শরীফুল ইসলাম শীপন, আব্দুর রহমান সুমন, মোঃ জামাল উদ্দিন, শাহাদাৎ হোসেন, মোখলেছুর রহমান বস্তু, আমিনুল হক মোল্লা, ইয়াছির মেজবাহ, হারুন আল বিপুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এরশাদুল বারী নাসিম, তৌহিদুর রহমান আনিক, ইব্রাহিম খান জুয়েল, শাহ ইমরান রিপন, মনোয়ার হোসেন, সহ প্রমূখ নেতৃবৃন্দ।