মৌলভীবাজার প্রতিনিধিঃ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্টপতি হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা আহবায়ক কমিঠি। এবং দ্রুত বিভিন্ন উপজেলা ও পৌর সভা কমিটি গঠন করে জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা সম্মেলন সফল করে দলকে সুসংগঠিত করার আহবান জানান বক্তারা। আজ ১৩ আগষ্ট সকালে কোর্টরোড়স্থ স্থানীয় কমিউনিটি সেন্টারে জেলা আহবায়ক কমিটির আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবী জানান। জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা আহবায়ক বেলায়েত আলী খাঁন জুয়েল এর সভাপতিত্বে ও সদস্য সচিব বদরুল হাসান জোসেফ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি তজম্মুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হক, সহ-সভাপতি দুরুদ আলী, দপ্তর সম্পাদক আছাদুর রহমান, জাতীয় পার্টির সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রুমেন আলী, বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক সিপার আহমদ, পৌর কমিটির সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ও কুলাউড়া পৌর কমিটির সভাপতি লাল মাষ্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন- মবশ্বির আহমদ, আজির উদ্দিন, রহিমা আক্তার, আব্দুল মালেক, চিনু রঞ্জন তালুকদার, ফরাশ আহমদ রাজু, ময়জুল হাই, গোলাম মোস্তফা ফইরাজ, সাব্বির আহমদ ও ওয়াজিউল মেহেদী প্রমুখ।