অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় ডি-পি জনতা ক্রেডিট সোসাইটি লি: এর ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পতিহার গ্রামে ক্রেডিট সোসাইটি অফিস মাঠে হরিহর নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাধনা ক্রেডিট ইউনিয়নের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লা, শিক্ষক নারায়ণ নাগ। বক্তব্য রাখেন ক্রেডিট সোসাইটির সহ-সভাপতি স্তিফান গোমেজ, সাধারণ সম্পাদক রবীন রায়, ম্যানেজার বাসনা রানী তপাদার, ক্রেডিট কমিটির সভাপতি সুমন্ত রায়, সম্পাদক রনজিৎ বেপারী, সদস্য শ্যামল কান্তি হালদার, বাবুল দত্ত, শংকর হালদার, শীলা রায়, দুলাল সরদার, গৌতম বালা, জুরান সরকার, হারান কর, মিতা দাস, অজিত কর, স্বপন দত্ত, নিত্যানন্দ সোম, শেখর সোম, ভরত বাড়ৈ, প্রদীপ কর, শাহিদা বেগম, ইউপি সদস্য মো. জামাল হোসেন প্রমুখ।