ছাতক প্রতিনিধি:ছাতকে বর্ষা মৌসুমে পানিতে ডুবে মৃত্যুবরণকারি মাদরাসা ছাত্র পারভেজ আলম ও শিশু রাব্বীর পরিবারকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের তহবিল থেকে ২০হাজার টাকা করে ৪০হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি (সদুখালী) গ্রামের মাদরাসা ছাত্র পারভেজ আলমের পিতা ইলিয়াছ আলী ও শিশু রাব্বীর মা রেহেনা বেগমের হাতে অনুদানের চেক তুলে দেন সিংচাপইড় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল। উপজেলার নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সহযোগীতায় সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের তহবিল থেকে এ অনুদান প্রদান করা হয়। এসময় ইউপি সচিব আবদুস সবুর, প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ৬নং ওয়ার্ড সদস্য তুরন মিয়া, ইয়ারিছ উদ্দিন, আসকন্দর আলী, আবদুর রাজ্জাক, আবুল লেইছ, আবদুস সুরত, হাফেজ আবদুল হক, সেবুল আহমদ, সালেহ আহমদ, কফিল আহমদ মুরাদ, মাসুম আহমদ, মাসুদ আহমদসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।