চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):সুনামগঞ্জের ছাতকে ছিনতাইকারি সন্দেহে দীপু নামের এক যুবককে একটি লাইটেসসহ আটক করেছে জনতা। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। রোববার গভীর রাতে উপজেলা গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বাউভোগলী -নোয়াগাঁও ব্রিজ সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। জানা যায়, গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন জমির সূপার মার্কেটের কসমেটিকস্ ব্যবসায়ি ও নোয়াগাঁও গ্রামের ময়না মিয়ার পুত্র লিটন আহমদ প্রতিদিনের ন্যায় রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। মল্লিক পয়েন্ট থেকে পায়ে হেঁটে নোয়াগাঁও ব্রিজ এলাকায় পৌছা মাত্র ৩/৪জন সংঘবদ্ধ ছিনতাইকারি ধারালো অস্ত্রের মূখে তাকে জিম্মি করে নগদ ৩৮হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এসে লাইটেস (সিলেট ছ- ১১- ০৭২৩)সহ দীপু আহমদ (২৫) নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। দীপু দোলারবাজার ইউপির মুক্তারপুর গ্রামের বাচ্চু মিয়ার ভাগিনা। দীপু প্রতারনার মাধ্যমে এ গাড়ির প্রকৃত ড্রাইভার বারগোপী গ্রামের মোস্তফা আলীর পুত্র কালা মিয়ার কাছ থেকে চেয়ে নেয়। ব্যবসায়ি লিটন জানান, তিনি ছিনতাই ঘটনার ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানা গেছে। ছাতক থানার এসআই নূর হোসেন ঘটনাকে প্রেমঘটিত বলে দাবি করেন। থানার ওসি তদন্ত আশরাফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করলে মূল রহস্য বেরিয়ে আসতে পারে। তবে এখন কিছু নিশ্চিত করে বলা যাচ্ছেনা।