চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):ছাতকের জাউয়া কলেজের মেধাবি ছাত্র রিমন হত্যা মামলার প্রধান আসামিসহ ৮জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন। জানা যায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউপির সেনপুর গ্রামের রইছ উদ্দিনের পুত্র জাউয়া কলেজের মেধাবি ছাত্র রিমন আহমদকে ২৩আগষ্ট নৃসংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ আলোচিত হত্যাকান্ডের পর সর্বত্র তীব্র নিন্দাও প্রতিবাদের ঝড় উঠে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের লোকজন বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। অবশেষে মঙ্গলবার ঘটনায় জড়িত ৮জন আসামি সুনামগঞ্জ আমলগ্রহণকারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন। এরা হলো, সেনুপুর গ্রামের মনফর আলীর পুত্র আবদুস ছুবহান, আবদুল কাহারও আবদুস সালাম, নবিজ আলীর পুত্র ফারুক আহমদ ওরফে কালা, ইন্তাজ আলীর পুত্র মাহিজুর রহমান ওরফে জোয়াদ আলী, আবদুস ছুবহানের পুত্র জামিল আহমদ ওরফে কুটি, কফিল আহমদের পুত্র সফিক আলী, মবশ্বির আলীর পুত্র ফারুক মিয়া। এদের বিরুদ্ধে রিমন হত্যাকান্ডে (জিআর মামলা নং ২২০/২০১৬ইং)সহ আরো একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।