ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ দেশের উপকূলবর্তী জেলাগুলোতে আঘাত হানতে পারে। এ অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীদেরকে দুর্গত এলাকার সাধারণ মানুষের পাশের দাড়ানোর নির্দেশনা দিয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মোরা’ সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়া, মাছ ধরার ট্রলার ও গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে রাখার পরামর্শ দিতে বলা হয়েছে নেতাকর্মীদেরকে।
এছাড়া ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস পরবর্তী সময়ে পুনর্বাসনের জন্য স্বেচ্ছাসেবক গঠন করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই