অগ্রদৃষ্টি ডেস্কঃ ঢাকায় গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার পর অভিযানে নিহতদের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বিবিসি বাংলার কাদির কল্লোলকে জানিয়েছেন দুদিন আগে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা গুলশানে নিহত জঙ্গীদের চুল এবং রক্তের যে নমুনা সংগ্রহ করেছেন তা আজ পুলিশের পক্ষ থেকে এফবিআই প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে।
তিনি জানান “এই পরীক্ষার মূল উদ্দেশ্য দেখা যে হামলাকারীরা হামলা চালানোর সময় অথবা তার আগে কোনোধরনের ড্রাগস নিয়েছিল কীনা, যে ড্রাগের প্রভাবে তারা এই নৃশংসতম হত্যাকাণ্ড সংঘটিত করতে পেরেছে। ”
তিনি বলেন এইসব নমুনা আমেরিকায় নিয়ে গিয়ে পরীক্ষা করা হবে।
আদালতের অনুমতি নিয়ে এই নমুনা সংগ্রহের কাজ করা হয়েছে এবং আদালতের সম্মতিক্রমে তা আমেরিকায় পাঠানো হচ্ছে বলে তিনি জানান।

১লা জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারি ক্যাফেতে জঙ্গী হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে হামলাকারীরা ।
মিঃ রহমান বলেন হামলাকারীদের পরিবারের সদস্যদের ডিএনএও তারা সংগ্রহ করেছেন হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য।
“ডিএনএ-র কিছু পরীক্ষা বাংলাদেশেই করা হচ্ছে, কিন্তু যেসব পরীক্ষা বাংলাদেশে করা সম্ভব না, সেগুলো পরীক্ষার ব্যাপারে আমেরিকা, সিঙ্গাপুর বা অন্যান্য দেশ থেকে আমরা সহায়তা নেব।”
মিঃ রহমান আরও জানিয়েছেন গুলশান হামলায় নিহত ছয়জন হামলাকারীর মৃতদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের মর্গে রয়েছে।
এসব মৃতদেহ হস্তান্তরে সময় লাগবে জানিয়ে তিনি বলেন মৃতদেহগুলো এখনও পর্যন্ত তাদের পরিবারের পক্ষ থেকে চাওয়া হয় নি। এদের নিকট আত্মীয়দের ডিএনএর নমুনাও সংগ্রহ করা হয়েছে জানিয়ে মিঃ রহমান বলেন ডিএনএ পরীক্ষার ভিত্তিতে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করার পর তাদের পরিবার মৃতদেহ চাইলে সেগুলো হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।
গত ১লা জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারি ক্যাফেতে জঙ্গী হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে হামলাকারীরা । তাদের ঠেকাতে গিয়ে নিহত হন দুজন পুলিশ কর্মকর্তা।