ঢাকা: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, গণতন্ত্র রক্ষা করতে হলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। সুষ্ঠু, অবাধ নির্বাচনের স্বার্থে আশা করি বর্তমান সরকার একটি নিরপেক্ষ নতুন নির্বাচন কমিশন গঠন করবে। গোলাম মোহাম্মদ কাদের আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির আয়োজিত গণতন্ত্র দিবস উপলক্ষ্যে পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি ও সুনীল শুভরায়। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন বাবুল। জনাব জি.এম. কাদের বলেন, সংবিধানের উল্লেখিত নীতিমালা অনুসারে নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচন কমিশন গঠন প্রশ্নে যাতে কোনো বিতর্ক না থাকে সেদিকে সরকারের লক্ষ্য রাখতে হবে। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টির আমলে দেশে শান্তি-নিরাপত্তা নিশ্চিত ছিল। জনগণ সুখে-শান্তিতে বসবাস করতো। সন্ত্রাস-নৈরাজ্য ছিলনা। হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষ সম্প্রীতির মধ্যে বসবাস করেছে। তিনি আরো বলেন, দেশবাসী আবার এরশাদের সেই স্বর্ণালী শাসনামল ফিরে পেতে চায়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই জাতীয় পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। জাতীয় পার্টি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে- তারই ধারাবাহিকতা এখনো চলছে। এই ধারা আর কেউ কোনোদিন নস্যাৎ করতে পারবেনা। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন, নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন মুক্তি এমপি, সাংগঠনিক সম্পাদক ইসহাক ভূঁইয়া, আমির উদ্দিন আহমেদ ঢালু, মোহাম্মদ জসীম উদ্দিন ভূঁইয়া, মোঃ সেলিম, সম্পাদক মন্ডলীর সদস্য খোরশেদ আলম খুশু, মোঃ বেলাল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক মন্ডলীর সদস্য এম.এ. রাজ্জাক খান, সুমন আশরাফ, জাহাঙ্গীর আলম পাঠান, নিজাম উদ্দিন সরকার, নির্বাহী সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন, আব্দুস সাত্তার, মুজিবুর রহমান মুজিব, এ্যাড. তৈয়ব আলী, আব্দুস সাত্তার গালিব, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, মুজিবুর রহমান, ফারুক আহমেদ, রফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।