গোপালগঞ্জ প্রতিনিধিঃ- মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়ার বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শুক্রবার দুপুরে তিনি এ মন্তব্য করেন।
দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ প্রদান করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও নানা ষড়যন্ত্র হয়েছে। এখনো তা চলছে।’
দুপুরে টঙ্গিপাড়ায় পৌছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বেলা ১১ টা ৫০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মাজারের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির জনক ও ৭৫ এর ১৫ আগস্টে নিহত পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন। এর আগে প্রধানমন্ত্রী বেলা ১১ টা ৩০ মিনিটে হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ায় এসে প্রথমে মাজার কমপ্লেক্স সংলগ্ন ৫ একর জমির উপর নির্মিত প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল পৌর শিশু পার্কের ফলক উন্মোচন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা লে. কর্নেল (অব.) মো. ফারুক খান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, টুঙ্গিপাড়া পৌর-মেয়র মোঃ ইলিয়াস হোসেন, নব-নির্বাচিত মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম প্রমুখ, সাধারণি সম্পাদক শেখ আবুল বাশার খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাদ জুমা সমাধি সৌধের মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।