নিজস্ব প্রতিনিধিঃ- মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছে তার প্রতি পুর্ন সর্মথন রয়েছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার দাবিতে জাতীয়তাবাদী সামাজিক সাংষ্কৃতির সংস্থা-জাসাস ঢাকা মহানগর উত্তর -দক্ষিন শাখা এর আয়োজন করে।
সরকারকে উদ্দেশ্য করে শাহ মোয়াজ্জেম বলেন, ‘বিএনপি নেত্রী কি বক্তব্য দিলেন যে তিনি অপরাধী হয়ে গেলেন? আমরা সবাই তার কথার সমর্থন জানালাম। পারলে এখন সবাইকে গ্রেফতার করুন।
তিনি বলেন, আমাদের ধর্মে পয়গম্বরদের সংখ্যা নিয়ে বলা হয় ১লক্ষ ৬০ হাজার মন্তান্তরে ২ লক্ষ ৬০ হাজার পয়গম্বর আছে। এটা কি অপরাধ হয়ে গেলো। পয়গম্বরদের নিয়ে মন্তান্তর রয়েছে। হিন্দু ধর্মের লোকেরা মনে করেন ৩৩কোটি মন্তান্তরে ৪০ কোটি দেব-দেবী আছে। এই পয়গম্বর ও দেবদেবীর লিষ্টটা কে করেছে। কে লিখে পড়ে রাখছে। কোন বই বা কোন কিতাবে পাওয়া যাবে। এরা মুক্তিযোদ্ধাদের চেয়ে কম নয় অনেক বড়। তারা দেবদেবী তারা পয়গম্বর তাদেরই পুরো লিষ্ট আমাদের কাছে নাই।
বিএনপি নেতা বলেন, সারাদেশে চুরি, রাহাজানি আর লুটপাট চলছে এর প্রতিবাদ করেন খালেদা জিয়া। তাই আপনি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছেন। এটা রাষ্ট্রদ্রোহি মামলা হয়। রাষ্ট্রদ্রোহের কোন কথাটা ওনি বলেছেন। এটাতো একটা ফিগার। অনেক সময় আমাদের ভুল হতে পারে। মানুষের ভুল হতেই পারে। হয়ত সেই ভুলটা চালু হয়ে গেছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শাহ মোয়াজ্জেম বলেন, “একাত্তরে খালেদা জিয়া পাকিস্তানিদের হাতে বন্ধি ছিলেন। আপনি কোথায় ছিলেন? আর এখন তার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিচ্ছেন।
রাষ্ট্রদ্রোহিতার মামলা কিভাবে হয়? আপনি যা শুরু করেছেন তা ভালো করছেন না। পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীনতা এনে দিল্লীর কাছে দেওয়ার জন্য একাত্তরে জীবন বাজি রেখে যুদ্ধ করিনি।
খালেদা জিয়ার বাড়ির দেওয়ালে রাষ্ট্রদ্রোহিতার মামলার সমন টানিয়ে দেওয়ায় উষ্মা প্রকাশ করে বিএনপির এই প্রবীন নেতা বলেন, তাকে নিয়ে ফাজলামি, হাস্যরস করার জন্য দেওয়ালে সমন টানিয়ে দিলেন। কিছু বেয়াদবকে পাঠালেন, তারা গিয়ে এই কাজটি করলো। এক মাসে শীত যায়না। আপনি কতদিন ক্ষমতায় থাকবেন? মেঘে মেঘে বেলা তো কম হলোনা।
অত্যাচার-নির্যাতন, গুম-খুন করে ক্ষমতায় থাকা যাবে না মন্তব্য করে শাহ মোয়াজ্জেম বলেন, দেশে এখন চুরি-ডাকাতি, খুন-খারাপি ছাড়া কিছু হচ্ছে না। স্বাধীনতা বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে। সভা সেমিনার করা যায় না, মানুষ নির্বিঘ্নে কথা বলতে পারে না। এই জন্য কি যুদ্ধ করেছি?’ পারস্পরিক দোষারোপের রাজনীতির পরিহার করে ‘স্বাধীনতা রক্ষা’য় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বান জানান তিনি।
বেগম খালেদা জিয়া এই রাষ্ট্র তৈরি করার জন্য জেল খেটেছেন উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি স্বচ্ছভাবে চলবে। আজ হোক কাল হোক কাল মানুষের জয় হবেই। মানুষের জয়কে কেউ ঠেকিয়ে রাখেতে পারে না। আপনি কতদিন গুলি করে ঠেকিয়ে রাখবেন।
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাসের সভাপতি এম এ মালেক প্রমুখ।