আ হ জুবেদঃ আগামীকাল রোববার ৩০শে আগস্ট থেকে কুয়েতের আংশিক কারফিউ উঠিয়ে নেওয়া হচ্ছে।
এই আংশিক কারফিউ উঠিয়ে নেওয়ার মধ্যদিয়ে কুয়েত সম্পূর্ণ কারফিউ মুক্ত হতে যাচ্ছে। এর আগে চতুর্থ ধাপে কুয়েত সম্পূর্ণ লকডাউন মুক্ত হয়েছিল।
শনিবার স্থানীয় ইংরেজী দৈনিক আরব টাইমস এখবরটি প্রকাশ করে।
ওই পত্রিকায় আরো উল্লেখ করা হয়, কুয়েত সরকার ঘোষিত স্বাভাবিক জীবনে ফেরার চতুর্থ ধাপ শুরুর পর থেকে সরকারি অফিস গুলোতে পঞ্চাশ শতাংশ স্টাফদের উপস্থিতি নিশ্চিত করা হয়।
অন্যদিকে স্থানীয় এক সূত্র জানায়, কুয়েতে স্বাভাবিক জীবনে ফেরার পঞ্চম ধাপে সরকারি বিভিন্ন অফিসে শতভাগ উপস্থিতির মাধ্যমে কাজ শুরুর আগে দেশটির সংসদীয় কমিটির ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ওই সূত্র আরো জানায়, পঞ্চম ধাপে ফেরার আগ পর্যন্ত নিম্নে উল্লেখিত রোগে আক্রান্ত স্টাফদের আপাতত সরকারি অফিসে উপস্থিতি থেকে বিরত থাকতে হবে।
যথাক্রমে, হাঁপানি হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রেস এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের পাশাপাশি গর্ভবতী মহিলারাও।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্তিতিতে স্বাস্থ্য, অর্থনৈতিক ও সামাজিক দিক বিবেচনা করে উপসাগরীয় দেশ কুয়েত পাঁচ ধাপে স্বাভাবিক জীবনে ফিরতে প্রতিশ্রুতি দিয়েছিল।
এরই মধ্যে ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছে ব্যবসা- বাণিজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান,সরকারি-বেসরকারি অফিস-আদালত সহ ইত্যাদি।
চলমান চতুর্থ ধাপে কুয়েতের জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।