মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে কাজ করতে গিয়ে দুতলা থেকে পড়ে এক বাংলাদেশী নির্মাণ শ্রমিক গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে ১৯ ফেব্রুয়ারি সকালে কুয়েত আদেলিয়া নামক স্হানে এক বাসাতে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন মোঃ মুছলেক আহমদ(৪৫) হঠাৎ দুতলা থেকে পড়ে গেলে সাথে থাকা অন্যান্য শ্রমিকরা আশংকাজনক অবস্থায় তাকে স্হানীয় আল আমিরী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আইডিই বিভাগে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। আহত মুছলেক আহমদের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রাম বলে জানা গেছে।