বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে ফেনী সকার ক্লাব এর প্রধান উপদেষ্টা হুমায়ূন কবির আলী অবকাশকালীন স্বদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করেছে ফেনী সকার ক্লাব,কুয়েত।
শুক্রবার কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মমিন আল-করিম।
সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সবুজ ও মোঃ হামিদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের আহ্বায়ক আব্দুল কাদের মোল্লা, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিন ও বাংলাদেশ ক্রীড়া অঙ্গনের আহ্বায়ক রফিকুল ইসলাম ভুলু।
এছাড়াও উপস্থিত ছিলেন, ফারুক সাইদ নুর, সাংবাদিক আ হ জুবেদ,নাছের উদ্দিন খোকনসহ আরো অনেকে।
বক্তব্য রাখেন, কোরবান আলী, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হুসেন,বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের যুগ্ম সম্পাদক আল-আমিন রানা, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সিনিয়র সহ সভাপতি নাজেম উদ্দিন সহ আরো অনেকে।
প্রবাসী ব্যবসায়ী ও সংগঠক হুমায়ূন কবির আলীর অবকাশকালীন স্বদেশ গমন শান্তি ও নিরাপদের হোক এই প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা বলেন, প্রবাসী হুমায়ূন কবির আলী কুয়েতে বাংলাদেশ কমিউনিটিতে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।