নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন’র সভাপতি সৈয়দ ছাদেক আহমেদ কুয়েত আগমন উপলক্ষে ২৯শে জানুয়ারি ২০১৮ইং রোজ সোমবার কুয়েত সিটিস্থ একটি হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠান এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সাংবাদিকতায় বৈষম্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ.হ.জুবেদের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি এনটিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন’র সভাপতি সৈয়দ ছাদেক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শামিম আহমেদ, সংগঠনের সিনিয়র সহ সভাপতি, আরটিভির কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন,সময় টিভির কুয়েত প্রতিনিধি, সহ সভাপতি শরিফ মোহাম্মদ মিজান, আজকের সূর্যোদয়ের কুয়েত ব্যুরো প্রধান মোহাম্মদ ইয়াকুব, মাসিক মরুলেখার সম্পাদক আব্দুর রউফ মাওলা, সুরমা পারের কথা পত্রিকার সম্পাদক এস,এম,আব্দুল আহাদ, কবি আব্দুর রহিম, অধ্যাপক বিলাল আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিহির কান্তি পাল,সাংবাদিক নাসির উদ্দিন খোকন, সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েত’র সভাপতি মাসুদ আহমেদ ও লাইভ ব্রডকাস্ট প্রচারক ফয়জুল হক কুটি।
বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের সাংগঠনিক সম্পাদক, মাইটিভির কুয়েত প্রতিনিধি আল-আমিন রানা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
সংবর্ধিত অতিথি ও অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ছাদেক আহমেদ মধ্যপ্রাচ্যের সাংবাদিকতায় বৈষম্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে যেভাবে আপনারা নানা প্রতিকূলতার মধ্যদিয়ে সাংবাদিকতা করছেন; ইউরোপে আমরা অনেকটা সেরকম পরিস্থিতির মধ্যদিয়ে’ই সাংবাদিকতা করছি।
তিনি বলেন, আমরা কমিউনিটি সাংবাদিকতা করছি আমাদের অনেক দায়িত্ব রয়েছে, আমরা সংবাদকর্মীরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলেই আমরা জাতির বিবেক।
তিনি আরো বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরী, এসময় তিনি ব্রিটেনের একটি রাজনৈতিক দল কর্তৃক সাংবাদিকদের সাথে অসাদাচরণ এবং সেসময় কথিত রাজনৈতিক দলের সকল কর্মসূচী সাংবাদিকরা বয়কট এর কথা উল্লেখ করে বলেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ফলে ব্রিটেনের সেই রাজনৈতিক দল আমাদের সাথে সমঝোতার প্রস্তাব দিয়েছিল।
আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের সাংবাদিক নেতৃবৃন্দরা।
পাশাপাশি বিশেষ অতিথি মোহাম্মদ শামিম আহমেদও একটি সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করেন সংবর্ধিত অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ সাদেক আহমদকে।
উল্লেখ্য, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন’র সভাপতি সৈয়দ ছাদেক আহমেদ গত ২৮শে জানুয়ারি ২০১৮ইং রোজ সোমবার কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে সংক্ষিপ্ত সফরে কুয়েত এসেছিলেন।