আ হ জুবেদঃ কুয়েতে ২৭ জুন থেকে শুধুমাত্র টিকা নেওয়া লোকেরা বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন।
বৃহস্পতিবার কুয়েতের উপ-প্রধানমন্ত্রী হামাদ জাবের আল-আলি আল সাবাহ এর সভাপতিত্বে দেশটির মন্ত্রীসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানায়, স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস।
ওই দৈনিকটি আরো জানায়, টিকা না নেওয়া লোকদের কুয়েতের বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানে যেমন মল, রেস্তোঁরা, জিম এবং সেলুনে প্রবেশে নিষেধ করা হয়েছে।
তবে এই সিদ্ধান্তটি দোকান এবং রেস্তোঁরাগুলির মালিকদের জন্য প্রযোজ্য নয়, যদি তারা টিকা না ও নিয়ে থাকেন।
যেসব লোক COVID-19 ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ পেয়েছেন তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে তাদেরকে নির্দিষ্ট মোবাইল আইডি অ্যাপ্লিকেশনটিতে তাদের টিকা দেওয়ার প্রমাণ হিসেবে দেখাতে হবে।
উল্লেখ্য, কুয়েতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে দেশটির সরকার বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।
এ পর্যন্ত কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৪৬৫৬০ জন। সুস্থতা লাভ করেছেন ৩২৬১০২ জন এবং মোট মারা গেছেন ১৯০৩ জন।