আল আমিন রানা , কুয়েত প্রতিনিধিঃ কুয়েতে আল-তুয়েক ইন্টারন্যাশনাল কোম্পানীর সিনিয়র সুপার ভাইজার (মুরাক্কেব) পদে কর্মরত মোহাম্মদ নজরুল ইসলাম ৭ই ডিসেম্বর সকাল ১১ টায় তাহার নিজ কর্মস্থল কুয়েতে জাহারা এলাকায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন । (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন) ।
এদিকে আল-তুয়েক কোম্পানীর অপারেশন ম্যানাজার মোজোম্মেল হক তারেক তার সহকর্মী মোহাম্মদ নজরুল ইসলামের অকাল মৃত্যুতে আল-তুয়েক কোমপানীর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে বেদনাহত কণ্ঠে তিনি বলেন, পৃথিবীর নিয়মে সবাইকেই একদিন চলে যেতে হবে, কিন্তু এমন অকাল মৃত্যু আমরা কখনো আশা করিনি।
সেই সাথে কুয়েতের যাবতীয় কার্যক্রম শেষে মরদেহ বাংলাদেশে তার গ্রামে বাড়ি কেরানীগঞ্জ পাঠানো হবে।
কুয়েতে সদ্য মৃত্যু বরণকারী মোহাম্মদ নজরুল ইসলাম কেরানীগঞ্জ থানার ঢাকা জেলার রহিতপুর গ্রামের মোহাম্মদ আলাবক্স এর সন্তান। তিনি পারিবারিকভাবে দুই পুত্র,স্ত্রী, মা-বাবা সহ অসংখ্য বন্ধু-বান্ধব রেখে গেছেন ।