নিজস্ব প্রতিনিধিঃ কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার (PAM) কর্তৃক ২০২৪ সালের শেষের দিকে প্রবর্তিত নতুন নিয়মগুলির (মন্ত্রী পর্যায়ের রেজোলিউশন নং ২৭/২০২৪) কারণে সরকারি প্রজেক্ট ভিসা থেকে বেসরকারি (প্রাইভেট) খাতে ভিসা স্থানান্তর এখন সম্ভব হয়েছে। এই নিয়মটি বিশেষ করে প্রজেক্ট শেষ হওয়ার পর কর্মীদের অন্য স্পন্সরের কাছে কাজ করার সুযোগ করে দেবে।
তবে, এই স্থানান্তরটি কয়েকটি কঠোর শর্ত সাপেক্ষে অনুমোদিত হবে।
স্থানান্তরের জন্য প্রয়োজনীয় শর্তাবলী
প্রজেক্ট-ভিত্তিক আর্টিকেল ১৮ (Article 18) ভিসাধারী শ্রমিকরা শুধুমাত্র নিম্নলিখিত শর্তগুলি পূরণ সাপেক্ষে অন্য নিয়োগকর্তার কাছে স্থানান্তরিত হতে পারবেন:
১. প্রজেক্ট সমাপ্তি: প্রকল্পটি অবশ্যই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হতে হবে এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থা কর্তৃক একটি প্রজেক্ট সমাপ্তির সনদ জারি করতে হবে। অথবা চুক্তিটি বাতিল বা সমাপ্ত হতে হবে।
২. সরকারি সংস্থার চিঠি: চুক্তি বা প্রকল্পের জন্য দায়ী সরকারি সংস্থা থেকে পিএএম (PAM)-কে একটি আনুষ্ঠানিক চিঠি সরবরাহ করতে হবে। এই চিঠিতে নিশ্চিত করতে হবে যে চুক্তি শেষ হয়েছে এবং শ্রমিকদের আর কোনো প্রয়োজন নেই।
৩. স্পন্সরের সম্মতি: স্থানান্তরের জন্য সাধারণত বর্তমান স্পন্সরের সম্মতি প্রয়োজন হবে। তবে, পিএএম (PAM) যদি আইনি বা মানবিক কারণে কোনো ব্যতিক্রম নির্ধারণ করে, তবে ভিন্ন হতে পারে।
৪. কাজের সময়কাল: চুক্তির অধীনে শ্রমিককে নিয়োগের পর থেকে কমপক্ষে এক বছর সময় পার হতে হবে।
৫. নিয়োগকর্তার অনুমোদন: যে নিয়োগকর্তার কাছে কর্মী নিবন্ধিত, তাকে অবশ্যই স্থানান্তরে অনুমোদন দিতে হবে।
৬. স্থানান্তর ফি: স্থানান্তরের জন্য অতিরিক্ত ৩৫০ কুয়েতি দিনার (KD) ফি দিতে হবে।
৭. বিশেষ অনুমোদন: সরকারি প্রকল্পের মধ্যে স্থানান্তর সাধারণত অনুমোদিত হলেও, অন্যান্য খাতে স্থানান্তর (যেমন সরকারি প্রকল্প থেকে সরাসরি বেসরকারি খাতে) এর জন্য নির্দিষ্ট অনুমোদন প্রয়োজন।
স্থানান্তরের প্রক্রিয়া
এই স্থানান্তরের জন্য কর্মীদের প্রথমে একটি আনুষ্ঠানিক প্রজেক্ট সমাপ্তির চিঠি সংগ্রহ করতে হবে। এরপর বর্তমান স্পন্সর বা নতুন বেসরকারি নিয়োগকর্তার মাধ্যমে পিএএম (PAM)-এর কাছে একটি আনুষ্ঠানিক স্থানান্তরের আবেদন জমা দিতে হবে এবং এর সাথে সকল সহায়ক কাগজপত্র সংযুক্ত করতে হবে।

 
																			









 
	
								
 কুয়েতে ক্রীড়া সংগঠক সুহেল রানার মায়ের ইন্তেকাল: প্রবাসীদের মাঝে শোকের ছায়া!
 কুয়েতে ক্রীড়া সংগঠক সুহেল রানার মায়ের ইন্তেকাল: প্রবাসীদের মাঝে শোকের ছায়া! কুয়েত ভিসা বদল: প্রজেক্ট থেকে প্রাইভেট খাতে স্থানান্তরের শর্তাবলী
 কুয়েত ভিসা বদল: প্রজেক্ট থেকে প্রাইভেট খাতে স্থানান্তরের শর্তাবলী সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীরা
 সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীরা কুয়েতের ট্র্যাফিক সমস্যার সমাধান: ‘প্যারিসের পাতাল রেল দেখুন’ মন্ত্রীদের প্রতি কলাম লেখকের আহ্বান  
 কুয়েতের ট্র্যাফিক সমস্যার সমাধান: ‘প্যারিসের পাতাল রেল দেখুন’ মন্ত্রীদের প্রতি কলাম লেখকের আহ্বান   তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩
 তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩ এএফসি চ্যালেঞ্জ লীগের মিশনে কুয়েতে বসুন্ধরা কিংস, প্রবাসীদের মধ্যে বিপুল উৎসাহ
 এএফসি চ্যালেঞ্জ লীগের মিশনে কুয়েতে বসুন্ধরা কিংস, প্রবাসীদের মধ্যে বিপুল উৎসাহ কুয়েতে আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা- অগ্রদৃষ্টি
 কুয়েতে আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা- অগ্রদৃষ্টি কৃষি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদ,হাওর রক্ষায় কৃষক আন্দোলন, দুর্ভিক্ষের শঙ্কা
 কৃষি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদ,হাওর রক্ষায় কৃষক আন্দোলন, দুর্ভিক্ষের শঙ্কা সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি
 সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি কুয়েতে প্রযুক্তিনির্ভর হচ্ছে হাসপাতাল, মানবসম্পদ উন্নয়নে বিশাল বিনিয়োগ
 কুয়েতে প্রযুক্তিনির্ভর হচ্ছে হাসপাতাল, মানবসম্পদ উন্নয়নে বিশাল বিনিয়োগ কুয়েত ইমিগ্রেশনে বড় কেলেঙ্কারি: এন্ট্রি-এক্সিট রেকর্ড জাল করার দায়ে কর্মকর্তা আটক- অগ্রদৃষ্টি
 কুয়েত ইমিগ্রেশনে বড় কেলেঙ্কারি: এন্ট্রি-এক্সিট রেকর্ড জাল করার দায়ে কর্মকর্তা আটক- অগ্রদৃষ্টি কুয়েতে ট্র্যাফিক ও অপরাধ দমনে পুলিশের কড়া অভিযান: রেকর্ড হলো হাজার হাজার আইন লঙ্ঘন
 কুয়েতে ট্র্যাফিক ও অপরাধ দমনে পুলিশের কড়া অভিযান: রেকর্ড হলো হাজার হাজার আইন লঙ্ঘন