বিশেষ প্রতিনিধি- কুয়েত প্রবাসী বাংলাদেশী সৈয়দ আনোয়ার হোসেন শিপন (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের সহপাঠী সেজু মিয়া জানান, মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী গ্রামের বাসিন্দা শিপন গত কয়েক মাস যাবত নানান ধরনের অসুখে ভুগছিলেন। মঙ্গলবার কুয়েতের হাসাবিয়া এলাকার বাসায় তিনি খুব অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে এবং পরদিন সকালে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় তিন যুগ আগে জীবিকা নির্বাহের জন্য কুয়েতে পাড়ি জমিয়েছিলেন সৈয়দ আনোয়ার হোসেন শিপন। তিনি কুয়েতে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন।
বর্তমানে নিহতের মরদেহ দাজিজ এলাকার মর্গে রাখা হয়েছে। স্থানীয় আইনী প্রক্রিয়া সম্পন্ন করার পর তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।











