মৌলভীবাজার প্রতিনিধি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জের ধরে রতন চাষা (২৩) নামে এক চা শ্রমিক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।
শনিবার ( ৮ অক্টোবর ) সকাল সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রতন চাষা শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগনের বকুল চাষার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে রতন চাষা কীটনাশক পান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা রাতেই তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।