নিজস্ব প্রতিনিধিঃ- রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখলের চেষ্টা করেছে ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একটি পিকআপভ্যানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পল্টন থানার ওসি মোরশেদ আলম পরিবর্তন ডটকমকে বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নামনে বিএনপি ও ‘আসল বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওই কর্মকর্তা আরো বলেন, এই ঘটনায় একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হলেও তা নিভিয়ে ফেলা হয়েছে।
এর আগেও ‘আসল বিএনপি’ নামে সংগঠনটির নেতাকর্মীরা বিএনপি কার্যালয় দখল করতে গেলে দুই পক্ষে সংঘর্ষ হয়।