চ্যানেল আই এর কাতার প্রতিনিধি, কাতারস্থ বাংলাদেশ সাংবাদিক ফোরামের সভাপতি, বৃহত্তর ফটিকছড়ি সমিতি কাতারের সভাপতি সাংবাদিক মুসা আহমেদ বখতপুরী বাংলাদেশ সময় রোববার রাত দেড়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে দীর্ঘদিন কিডনী জনিত রোগ ভোগের পর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )। মৃত্যুকালে তিনি ছেলমেয়ে স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। সবাই তাঁর জন্য দোয়া করুন যাতে আল্লাহ তাঁকে জান্নাত দান করেন। আমিন। তাঁর মৃত্যুতে আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে এবং তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। আজ বাদে আছর তার গ্রামের বাড়ি চট্টগ্রামেরর ফটিকছড়ির বখতপুরে নামাজে জানাজা অনুষ্টিত হবে।