মোঃ রাজিব তালুকদার: ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশের উদ্যোগে ও তফাজ্জেল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের আয়োজনে গতকাল রবিবার সকাল ১১টায় কলেজ হলরুমে মাদক, ইভটিজিং, জঙ্গী, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সচেত নামুলক স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটি গঠন ও মত বিনিময় সভা অধ্যক্ষ মোঃ মাহতাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার (সার্কেল) রাজাপুর-কাঠালিয়া মোঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এএসপি (প্রবেশনার) মোঃ হাফিজুর রহমান, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, (ওসি তদন্ত) মোঃ ইউনুচ মিয়া, এমদাদ হোসেন ফারুক, মোঃ মনিরুল আহসান, মোঃ আব্দুস সালাম প্রমূখ। পরে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা জঙ্গী, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ বিরোধী একটি র্যাুলী কলেজের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে সভা কক্ষে মিলিত হয় এবং কলেজের স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর কমিটি গঠন করা হয়।