আ,হ,জুবেদঃ কথা ছিল কুয়েতের কর্মময় জীবনের ইতি টেনে স্বদেশ ফিরবেন, কিন্তু নিয়তির নির্মম পরিহাস স্বদেশ ফেরার পথেই জীবনাবসান হলো মোহাম্মদ আলম (৪৩) নামের এক কুয়েত প্রবাসীর।
গতকাল ২০শে অক্টোবর (রোববার) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কুয়েত প্রবাসী মোহাম্মদ আলম।
কুয়েত প্রবাসী হাসান কামাল জানান, ২০শে অক্টোবর বাংলাদেশ বিমানের রাত ১.৩০ মিনিটের একটি ফ্লাইটে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১০টায় কুয়েত এয়ারপোর্টে পৌঁছান মোহাম্মদ আলম।
এক পর্যায়ে মোহাম্মদ আলমের সাথে থাকা মালামালের বুকিং এর কাজ সম্পন্ন শেষে আলম বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন।
তখন তাৎক্ষণিকভাবে আলমের ছোট ভাই শামিম ও অন্যান্যদের সহযোগিতায় দেশটির ফরওয়ানিয়া হাসপাতালে নিয়া যাওয়া হয় মোহাম্মদ আলমকে।
ফরওয়ানিয়া হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তাররা প্রায় ৩ ঘণ্টার চিকিৎসা শেষে আলমকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল, মির্জাপুড়ের মোহাম্মদ আলম ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় ১৭ বছর আগে কুয়েতে পাড়ি জমিয়ে ছিলেন।
নিহত আলম কুয়েতের কে.অ.সি কোম্পানিতে কাজ করতেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানাগেছে নিহত আলমের মরদেহ কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে,সকল আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।