শাহ্ সুমন রাহাত
পৃথিবীতে প্রেম বলে অবশিষ্ট আর কিছুই নেই
আছে শুধু স্মৃতি ও ঝরে যাওয়া কিছু স্বপ্ন।
মড়া মনগুলো সব ভ্যাবসা গরমে পঁচে গেছে
দুর্গন্ধ ছড়াচ্ছে কেবল প্রকৃতি ও কায়ার নাকের ডগায়।
এমন শ্বাসরোদ্ধকর পৃথিবীতেও কি গান জন্মায়?
চোখে ঘুম নেই,একেকটি জ্বলন্ত সিগারেটের- আগুনে,
পুড়াই একেকটি ধ্রুবতারা
এবং আস্ত আস্ত রাত।
রাস্তার নিয়নবাতির আলোয় ক্লান্ত চোখে চেয়ে দেখি
মাথার উপর ভন ভন শব্দে পাক খাচ্ছে
কতিপয় রক্তাক্ত অজ্ঞাত আত্মা।
গতিহীন সমিরণ তার মুচড়ে উঠা গভীর নাভীমূল
দেখিয়ে-চোখের ইশারায় বলে;ওখানে নয়
এ-এ-এই খানে,
আমি তৃপ্তির হাসি হেসে দ্রুত পা ফেলি কবরের দিকে।
কারণ আমি আশরাফুল মাখলুকাত-প্রেমের পূজারী।
প্রেমের অপর নাম যদি মৃত্যু হয়, তবে মৃত্যুকেই স্বাগতম।