মৌলভীবাজার: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, জঙ্গি দমন, সন্ত্রাস দমন,অপরাধীকে গ্রেফতার,মাদকদ্রব্য উদ্ধার,মানব পাঁচারকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সোমবার (১৪ আগষ্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এডি জে.এম. ইমরান এর নের্তৃত্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
মৌলভীবাজারের কুলাউড়া বাজার হইতে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী চিত্র মোহন সূত্রধর (৪০)কে আটক করে র্যাব। আটককৃত চিত্র মোহন সূত্রধর(৪০) হবিগঞ্জ জেলার বাহুবল থানার শ্যামপুর গ্রামের হরিবল সূত্রধর এর ছেলে।
উল্লেখ্য,৩/০৯/২০১৬ তারিখ সকাল ৯ ঘটিকার সময় অম্পু সূত্রধরকে হত্যা করে।
গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।