সৈয়দ সাদেক আহমেদ, বিশেষ প্রতিনিধি(ইউরোপ) যুক্তরাজ্য যুবলীগ ওল্ডহ্যাম শাখার উদ্যোগে ওল্ডহ্যাম আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ছৈইল মিয়া, যুবলীগের সভাপতি সৈয়দ ছাদেক আহমদ ও সাধারন সম্পাদক মোশাহীদ আলীর বাংলাদেশ গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয় ওল্ডহ্যামের স্থানীয় একটি রেষ্টুরেন্টে । সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোস্তাক আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম আওয়ামীলীগের সভাপতি কবি ইলিয়াছ উদ্দিন আহমদ। আরোও বক্তব্য রাখেন লুতফুর রহমান, শামছুল ইসলাম শামীম, শেখ কবির, ছাদিকুর রহমান ও শাহিনুর ইসলাম,আবু ইউছুফ,আহমদ আলী,সুহেল মিয়া,সোলায়মান খাঁন,আসক আলী,লিটন আহমদ,শাহনুর মিয়া,আবুল কালাম,আজমল খাঁন,আলী হোসেন,দয়া মিয়া,আবাস আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন ছইল মিয়া ও মোশাহীদ আলী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা মার্কায় মোনোনয়ন পাওয়ার প্রত্যাশায় বাংলাদেশ যাচ্ছেন তাই তারা তাদের সর্বাঙ্গিন সাফল্য কামনা করেন এবং সর্বাত্তক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।