-
কত হাঁসি খুঁশি ছিল মনে
গুরে বেড়াতে পাঁখি মতন
একাকী তুই চেলে গেলে
কাউকে কিছু না বলে নিরবে।
কি এমন হয়েছিল? কি ছিল তোর কষ্ট
নিজেকে লোক অন্তরালে নিয়ে গেলে
নিরবতা যেখানে নিত্য সঙ্গি
মৃত্যুর কারাগারে।
বাঁধন হারা পাঁখিরাও যে হাল ছাড়েনা
আকরে ধরে সর্বহারা হয়ে
খুঁজে বেড়ায় জগত জুড়ে
হাড়ানো সাথিকে লাল নিল কষ্ট গুলো ভুলে।
যখনি পড়ে মনে ভাবি নির্জনে
তুইতো এমন ছিলিনা
নিস্বচুপ হয়ে থমকে যাই
অবাক হয়ে অসীম আকাশে প্রশ্ন খুঁজে বেড়াই।
মনে কত কিছু ভাবি কতনা কষ্ট চোঁখে দেখি
কষ্ট নামের অভিশাপ থেকে বাঁচতে কতজন
কঠিন জীবনের সাথে যুদ্ধ করে বাঁচে।
কষ্ট গুলো বালুচাপা দিয়ে
বেঁচে থাকাটাই জীবন !