জাহদিুর রহমান তারকি, ষ্টাফ রিপোর্টারর্র্,ঝিনাইদহ: ঝিনাইদহে ৪৮ দিনেও সন্ধ্যান মেলেনি কোটচাঁদপুরের এতিম খানার ছাত্র মতিয়ার রহমানের। তাকে হারিয়ে পাগল প্রায় তার পিতা-মাতা। এদিকে ছাত্র মতিয়ার নিখোঁজ না অপহরণ তা নিয়ে সংশয়ে আছে তাঁর পরিবার। মতিয়ার রহমানের পিতা রোমজান আলী জানান, গেল ৯ অক্টোবর মতিয়ার রহমান বাড়ি থেকে ঝিনাইদহের কোটচাঁদপুর এতিম খানায় আসার পথে সে নিখোঁজ হয়। এরপর থেকে আজ পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। মতিয়ার রহমান ঝিনাইদহের কোটচাঁদপুর এতিম খানার ছাত্র। সে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের রোমজান আলীর ছেলে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় জিডি হয়েছে। যার নম্বর-৬১৫ তাং-১৭-১০-১৫। এদিকে ছাত্র মতিয়ার রহমানের নিখোঁজের বিষয়টি নিয়ে সংশয়ে আছে তার পরিবার।