বিশেষ প্রতিনিধিঃ- প্রএকাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রাশিদুল হোসেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
শব্দযোদ্ধা রাশিদুল হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রয়াত রাশিদুল হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধের দিনগুলোতে এই শব্দযোদ্ধা তার সুরের মাধ্যমে বাঙালি জাতিকে লড়াইয়ের প্রেরণা জুগিয়েছিলেন।