হারুন অর রশিদ, মনোহরদী প্রতিনিধি : স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অভিযাত্রায় দ্রুতগতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। এলডিসি থেকে বেরিয়ে বাংলাদেশ এখন উন্নত দেশের তালিকায় উঠে এসেছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের পাশাপাশি আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রার নেতৃত্ব দেন স্থানীয় এমপি অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউএনও মুহাম্মদ শহিদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা প্রকৌশলী আবদুস সাকের, উপজেলা যুবলীগের সভাপতি এম এস ইকবাল আহমেদ, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ইমরান হাসান ভূঁঞা প্রমুখ।