রাঙ্গুনিয়া সংবাদদাতা : রাঙ্গুনিয়া উপজেলার লালা নগর ইউনিয়নের উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক সমাবেশ ও বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা বৃহষ্পতিবার (২৭ অক্টোবর) বিদ্যালয় মিলনায়তনে স¤পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি রাজনৈতিক জসিম উদ্দিন তালুকদার, লালা নগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কা ন, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামাল উদ্দিন, পরিচালনা পরিষদ সভাপতি ফজলুল করিম তালুকদার, স্কুল শিক্ষার্থী হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, লালা নগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, উত্তর রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু বিশ্বাস প্রমুখ।
ছবির ক্যাপশন- উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন ইউএনও মোহাম্মদ কামাল হোসেন।