বিনোদন ডেস্ক : ঈদে বাজারে আসছে গানের পাখি বিশ্বজিৎ এর সেরা বিচ্ছেদ গানের অ্যালবাম বন্ধু কালাচান।
তরুণ প্রজন্মের আলোরণ সৃষ্টিকারী সঙ্গীত শিল্পী গানের পাখি বিশ্বজিৎ বলেন, এবারে ঈদে সঙ্গীত প্রেমী দর্শক শ্রোতাদের জন্য সেরা বিচ্ছেদ গানের ভিডিও অ্যালবাম বন্ধু কালাচান। ভিডিও গানের অ্যালবামটি তানসুর মিডিয়ার পরিবেশনায় বাজারে আসছে। রয়েছে বেশ কিছু জনপ্রিয় গান। মোবাশ্বির তান্নার সঙ্গীত পরিচালনায় ভিডিও চিত্রগ্রহণ করেছেন সায়েম খান। অ্যালবামের গান গুলো লিখেছে সুর আরোপ করেছে তরুণ গীতিকার বদরুল আলম চৌধুরী। বিশ্বজিৎ আরো বলেন, তরুণ গীতিকারের গানের কথাগুলো বেশ চমৎকার ইতিপূর্বে গানগুলো জনপ্রিয় হয়ে উঠছে। আমি গান গুলো বেশ আনন্দের সাথে করেছি আশা রাখছি দর্শক শ্রোতারা গ্রহণ করবে তবেই আমার গান গুলো গাওয়া স্বার্থক হবে।