বিনোদন ডেক্সঃ- পরস্পরবিরোধী বক্তব্যের পর অবশেষে জানা গেল, ‘ইনক্রেডিবল ইন্ডিয়া ক্যাম্পেইনে’ থাকছেন না আমির খান। প্রথমে বিষয়টি নিয়ে চুপ থাকলেও বৃহস্পতিবার ‘পিকে’ তারকা জানান, তিনি কোনো প্রচারণায় যুক্ত থাকুন আর না-ই থাকুন ইন্ডিয়া এমনিতেই ‘ইনক্রেডিবল’।
৫০ বছর বয়সী এ তারকা নভেম্বরে ভারতে বেড়ে চলা ‘অসহিষ্ণুতা’ প্রসঙ্গে কথা বলে তোড়ের মুখে পড়েন। তার বিরুদ্ধে বক্তব্য দেয় ক্ষমতাসীন দলের একাধিক নেতা। এমনকি তার বলিউড সহকর্মীদের বেশ কয়েকজন ক্ষেপে যান। বলা হচ্ছে, এর জের ধরে আমিরকে পর্যটনের প্রসার বিষয়ক প্রচারণা থেকে বাদ দেওয়া হলো।
আমির ১০ বছর ধরে এ প্রচারণার সঙ্গে যুক্ত আছেন। তিনি আরও জানান, জনসেবামূলক প্রচারের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন।