এম এস ইসলাম / তথ্য ও প্রযু্ক্তি ডেস্কঃ বাংলাদেশ মোবাইল ইম্পোটার্স অ্যাসোসিয়েশন তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোবাইল হ্যান্ডসেটের আমদানি বেড়েছে ২৯ দশমিক ৩২ শতাংশ। তবে রাজনৈতিক অস্থিরতার প্রভাবে ব্যবসায়িক কার্যক্রম জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অনেকটা স্থবির ছিল।
গত ২০১৪-১৫ অর্থবছরে দেশে সব মিলে ২ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার মোবাইল হ্যান্ডসেট আমদানি হয়েছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গড়ে হ্যান্ডসেট আমদানি হয়েছে ১৫ লাখ ৮০ হাজার। অর্থবছরের অন্য মাসগুলোতে গড় আমদানি ছিল ২৫ লাখ ৮৪ হাজারের বেশি।
এ অর্থবছরে মোবাইল ফোন হ্যান্ডসেট আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২১ শতাংশ করা হলেও শেষ হওয়া অর্থবছরে আড়াই কোটির বেশি সেট দেশে এসেছে। এর আগে ২০১৩-১৪ অর্থবছরে প্রথমবার হ্যান্ডসেট আমদানি দুই কোটির ঘর পেরিয়েছিল (২ কোটি ১ লাখ ১ হাজার)।
পরিসংখ্যান বলছে, থ্রিজি বিস্তারের সঙ্গে সঙ্গে স্মার্টফোনের আমদানিও বেড়েছে। গত এক বছরে ৪৭ লাখ ৫৫ হাজার স্মার্টফোন আমদানি হয়েছে, যা মোট আমদানির ১৮ দশমিক ২৯ শতাংশ। তবে গত দশ বছরের মধ্যে মোবাইল হ্যান্ডসেটের আমদানি বেড়েছে ২ কোটির বেশী।
বাংলাদেশ মোবাইল ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে আট কোটি হ্যান্ডসেট রয়েছে এবং প্রতি বছর চার কোটি হ্যান্ডসেট প্রয়োজন হয়।
বিগত বছরের পরিসংখ্যান:
অর্থবছর হ্যান্ডসেট আমদানি প্রবৃদ্ধি
২০০৪-০৫ ৬.২২ লাখ —–
২০০৫-০৬ ৩১.৬৮ লাখ ৪০৯.৩২%
২০০৬-০৭ ৬০.৮১ লাখ ৯১.৯৫%
২০০৭-০৮ ৫৩.০৭ লাখ (-)১১.৬৯%
২০০৮-০৯ ৬৪.৩৪ লাখ ২১.২৪%
২০০৯-১০ ৭৬.০৩ লাখ ১৮.১৭%
২০১০-১১ ১.৫৪ কোটি ১০২.২৮%
২০১১-১২ ১.৬৩ কোটি ৫.৮৫%
২০১২-১৩ ১.৯৭ কোটি ২০.৭৭%
২০১৩-১৪ ২.০১ কোটি ১.৭৩%
২০১৪-১৫ ২.৬০ কোটি ২৯.৩২%